রমজানে নিত্যপণ্যের সংকট হবে না: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ০২:২৩
আসন্ন রমজান মাস উপলক্ষ্যে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। রমজান মাসে প্রয়োজনীয় নিত্যপণ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৬ ফেব্রুয়ারি
আবদুর রাজ্জাক বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জনগণ আবারো বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগকে নির্বাচিত করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।
মন্ত্রি আরও বলেন, বিএনপির কথায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে না, সরকারের পতন হবে না। বর্তমান সরকার কন্টিনিউ করবে।
বিষয়: রমজান মাস নিত্যপণ্য কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক টাঙ্গাইল newsflash71 News newsflash Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।