ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে দুই কোটি বিশ লাখ শিশু : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:২৯
সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সোমবার (২০ ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।
রোববার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আরও পড়ুন: রমজানে নিত্যপণ্যের সংকট হবে না: কৃষিমন্ত্রী
তিনি জানান, এবারের ‘এ’ ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সের ১৫ লাখ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ কোটি ৯৫ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ক্যাম্পেইনের আওতায় সারা দেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী এবং ৪০ হাজার স্বাস্থ্যকর্মী কাজ করবেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।