বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৫৯
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচির মধ্যে ২০ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দেশবরেণ্য বুদ্ধিজীবী ও ভাষাসৈনিকরা এতে বক্তব্য রাখবেন। আলোচনা শুরুর পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
আরও পড়ুন: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৬ ফেব্রুয়ারি
পরদিন ২১ ফেব্রুয়ারি দলের বিভিন্ন ইউনিট সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করে স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করবে। এ ছাড়া এদিন আলোচনা সভার আয়োজন করবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।