ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন ৩২ ভারতীয়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৫৭
মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে এসেছেন ৩২ ভারতীয় নাগরিক। ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা ১২ দিন আগে বাংলাদেশে আসেন। কুমিল্লা ও ঢাকার দর্শনীয় স্থান ও মন্দিরগুলো ঘুরে দেখেন তারা। এ সময় বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন।
এর আগে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অমর একুশের ঐতিহাসিক অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি... আমি কি ভুলিতে পারি’ গানটি বাজানোর সময় রাষ্ট্রপতি হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীরালয়ে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদির দিকে এগিয়ে যান।
আরও পড়ুন: শহীদ মিনারে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা
পরে রাজনৈতিক দল ও সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। ব্যক্তিগতভাবে এবং দলবদ্ধ হয়ে একের পর এক সংগঠন, প্রতিষ্ঠান ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিষয়: মহান শহিদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহিদ শ্রদ্ধা ভারতীয় নাগরিক শহিদ মিনার newsflash71 News Latest News Update News newsflash
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।