বাংলা জাতিসংঘের দাফতরিক ভাষার স্বীকৃতি পাওয়ার দাবিদার: কাদের

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৩১

বাংলা জাতিসংঘের দাফতরিক ভাষার স্বীকৃতি পাওয়ার দাবিদার: কাদের

বাংলা ভাষাকে অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা উল্লেখ করে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসা দলটির নেতৃত্ব দেন তিনি।

আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জাতিসংঘের

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আবারও দাবি জানাব, বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দিয়ে বিশ্বের অন্যতম সেরা ভাষার মর্যাদা দিতে হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আজকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে যে শক্তি এই শক্তিকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে সাম্প্রদায়িক অশুভ শক্তি ও জঙ্গিবাদের বিরুদ্ধে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ রুখতে এটাই হচ্ছে আমাদের প্রত্যয়, এটাই হচ্ছে আমাদের অঙ্গিকার।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top