বাংলাদেশের উদ্ধারকারী দল তুরস্ক থেকে দেশে ফিরেছে

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৩, ১৩:০১

 বাংলাদেশের উদ্ধারকারী দল তুরস্ক থেকে দেশে ফিরেছে

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ তুরস্কে উদ্ধার কাজ শেষ করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। উদ্ধার কাজ শেষ করে দলটি রাত ৮টায় দেশে ফিরেছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা তুরস্কের উদ্ধার কাজ শেষ করে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। আজ রাত ৮টার দিকে তারা বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০-এ করে দেশে ফেরেন।

তেজগাঁও বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top