পুলিশ সদর দপ্তর ও বইমেলায় বোমা হামলার হুমকি জঙ্গি সংগঠনের

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৩, ০০:৩০

পুলিশ সদর দপ্তর ও বইমেলায় বোমা হামলার হুমকি জঙ্গি সংগঠনের

বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর লেখা চিঠিতে একুশে বইমেলা ও পুলিশ সদর দপ্তরে জঙ্গি হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম।

বৃহস্পতিবার এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জিডিতে বলা হয়েছে, ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় আনসার মাওলানা সাইফুল ইসলামের সই করা বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। চিঠিটি পর্যালোচনা করা হচ্ছে। আসলেই জঙ্গি সংগঠন পাঠিয়েছে কিনা এসব বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন: ২৮ ফেব্রুয়ারির পর করোনার টিকা কর্মসূচি বন্ধ করবে সরকার

হাতে লেখা ওই চিঠির ভাষ্য অনুযায়ী, রাজধানীর কয়েকটি হোটেলে দেহব্যবসা বন্ধে পুলিশ বরাবর আবেদন করা হলেও তারা ব্যবস্থা নেয়নি। তাই তারা পাকিস্তানের করাচি পুলিশ সদর দপ্তরের মতো বাংলাদেশেও পুলিশ সদর দপ্তরে বোমা মেরে পুলিশ সদস্য হত্যা করতে চায়।

এছাড়া পুলিশ দেহব্যবসা বন্ধ না করলে বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় বোমা মেরে বইপ্রেমীদের হত্যা করা হবে। কারণ লেখকরা দেহব্যবসার বিরুদ্ধে কিছু লেখেনি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top