বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

একুশে বইমেলা শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৩, ২১:৩৮

একুশে বইমেলা শেষ হচ্ছে আজ

অমর একুশে বইমেলার পর্দা নামছে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)। আজ শেষ দিনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। 

গতকাল বিকালে মেলা প্রাঙ্গণে উপচে পড়া ভিড় দেখা যায়। মেলা শুরুর সময়ই প্রবেশের লাইন গিয়ে ঠেকে প্রায় টিএসসি পর্যন্ত। বেলা সোয়া ৩টা থেকেই জমে ওঠে মেলা। 

প্রতিবছরের মতো এবারেও সমাপনী অনুষ্ঠানে গুণীজন স্মৃতি পুরস্কার দেওয়া হচ্ছে। গতবছর (২০২২) প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য আগামী প্রকাশনী-কে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২৩ প্রদান করা হবে। একই বছর প্রকাশিত গ্রন্থের মধ্যে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা বই বিভাগে আহমদ রফিক রচিত বিচ্ছিন্ন ভাবনা প্রকাশের জন্য জার্নিম্যান বুক্স, মোহাম্মদ হারুন-উর-রশিদ রচিত বাংলা ‘একাডেমি আমার বাংলা একাডেমি’ বইয়ের জন্য ঐতিহ্য এবং হাবিবুর রহমান রচিত ‘ঠার : বেদে জনগোষ্ঠীর ভাষা’ প্রকাশের জন্য পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৩ প্রদান করা হবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top