নতুন নিয়মে কমেছে ট্রেনের টিকিট বিক্রি ও রাজস্ব

শাকিল খান | প্রকাশিত: ৫ মার্চ ২০২৩, ০০:১৮

ছবি : সংগৃহীত

গত ১ মার্চ থেকে অনলাইনে নিবন্ধন করে ট্রেনে টিকিট কেটে ভ্রমণ করতে হচ্ছে যাত্রীদের। একই সাথে ৫০ শতাংশ টিকিট অনলাইনে এবং ৫০ শতাংশ টিকিট স্টেশন থেকে সংগ্রহের নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়মের কারণে টিকিট বিক্রি ও রাজস্ব আয় কিছুটা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) সুজিত কুমার বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পরিসংখ্যান আমরা এখনো নেইনি। স্টেশনগুলোতে খোঁজ নিয়ে যতটুকু জেনেছি, যাত্রী কিছুটা কম। ফলে রাজস্ব আয়ও কিছুটা কমেছে। তবে কী পরিমাণ রাজস্ব আয় কমেছে, তা এখনই বলতে পারবো না। প্রতি সপ্তাহের পরিসংখ্যান নিয়ে দেখলে জানা যাবে রাজস্ব আয় কেমন হচ্ছে।’

চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) মোহাম্মদ নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু নতুন একটি পদ্ধতি শুরু হয়েছে, প্রথমে শতভাগ যাত্রী এটা গ্রহণ করে না। একটু সমস্যা থাকবে, পরে সবাই মানিয়ে নেবেন। রাজস্বের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে আমরা এখনো মূল্যায়ন করিনি। যত টিকিট আছে এর থেকে বাড়বে না, হয়তো কিছুটা কমতে পারে।’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top