গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু
শাকিল খান | প্রকাশিত: ৬ মার্চ ২০২৩, ০০:২০
রাজধানীর গুলশানে একটি বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ দুই যুবকের মধ্যে গোপাল মল্লিক (২৮) মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
গাজীপুরের শ্রীনগর উপজেলার দ্বিজেন্দ্র মল্লিকের ছেলে । তিনি এম এস কে এন ইন্টারন্যাশনাল কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
গোপাল মল্লিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, এসি বিস্ফোরণে ছয়তলা বাড়িটির পঞ্চম তলার একটি বাসায় আগুন ধরে যায়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বাসা থেকে দুই যুবককে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এসি বিস্ফোরণ হয় ।
বিষয়: রাজধানী গুলশান এসি বিস্ফোরণ দগ্ধ newsflash71 News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।