সীতাকুণ্ডে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু

রাজিউর রাহমান | প্রকাশিত: ৬ মার্চ ২০২৩, ০৩:৫৭

সীতাকুণ্ডে উদ্ধারকাজ

বিস্ফোরণে বিধ্বস্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় হতাহত ব্যক্তিদের খোঁজে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

রোববার সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। পরে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুল হামিদ মিয়ার নেতৃত্বে আগ্রাবাদ স্টেশনের আরও একটি দল উদ্ধার অভিযান শুরু করে।

হামিদ মিয়া বলেন, বিস্ফোরণে পুরো অক্সিজেন কারখানাটি লন্ডভন্ড হয়ে গেছে। এলোমেলো অবস্থায় সিলিন্ডার পড়ে আছে। তাঁর ধারণা, সিলিন্ডারের নিচে আরও হতাহত ব্যক্তির সন্ধান পাওয়া যেতে পারে। তাই তাঁরা উদ্ধার অভিযান শুরু করেছেন। মালিকপক্ষের কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে তাঁদের যোগাযোগ হয়নি। মালিকপক্ষের সহযোগিতা ছাড়া সিলিন্ডারগুলো সরিয়ে নেওয়া যাচ্ছে না। এ কারণে তাঁরা বুঝতে পারছেন না সিলিন্ডারের নিচে লোক আছেন, নাকি নেই। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ না হওয়ায় কত শ্রমিক দুর্ঘটনার সময় কাজ করতে ছিলেন, সেই ধারণা তাঁরা পাচ্ছেন না। এখন পর্যন্ত ৬ জনের মৃতদেহ এবং ৩৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এরআগে, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল ইউনিয়নের ছোটকুমিরা এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। একটি সিলিন্ডারে প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর আগুন লেগে যায়।

বিস্ফোরণের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩২ জন। এদিকে, ভয়াবহ এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গেল বছরের ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ আগুন আর বিস্ফোরণে ৫১ জন নিহত হন। ওই ঘটনায় অন্তত দুই শতাধিক লোক আহত হন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top