১১ কোটি ২৭ লাখ টাকা লুট

উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের গাড়ি আটকে ডাকাতি

রাজিউর রাহমান | প্রকাশিত: ১০ মার্চ ২০২৩, ০৬:০৭

তুরাগ থানা

রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের গাড়ি আটকে ১১ কোটি ২৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, ওই গাড়িতে ১১ কোটি ২৭ লাখ টাকা ছিল।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৭ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কাশেম মো. শিরিন বলেন, বিষয়টি শুনেছি। তবে এতে আমাদের কোনো ক্ষতি হয়নি। কারণ টাকা বহন ও এটিএম বুথে জমার দায়িত্ব নিরাপত্তা প্রতিষ্ঠানের। আবার এই টাকা বিমার আওতায় রয়েছে। ফলে এ নিয়ে আমাদের দুশ্চিন্তার কিছু নেই।

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন জানান, এটিএম বুথে টাকা রিফিলের জন্য নগদ টাকা বহনে তার ব্যাংক থার্ড পার্টি সংস্থাকে নিয়োগ দিয়েছে। 'মানি প্ল্যান্ট' নামের সংস্থাটি সকাল সাড়ে ৮টায় ওই টাকা নিয়ে যাচ্ছিল। সে সময় উত্তরায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে বলে জানান তিনি।

আবুল কাশেম আরও বলেন, এতে ব্যাংক এবং মানি প্ল্যান্ট কেউই আর্থিক ক্ষতির সম্মুখীন হবে না। তার কারণ সেটা একটি বিমা কোম্পানি মাধ্যমে বিমা করা ছিল। এতে বিমা কোম্পানি ক্ষতির সম্মুখীন হবে।তবে, এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে বিমা কোম্পানিগুলো সামনের দিনগুলোতে বিমা প্রদানে অনীহা দেখাবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top