বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ ১১৮তম
   রাজিউর রাহমান
                                                 | 
                                                প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ২৩:৪৬
  রাজিউর রাহমান
                                                 | 
                                                প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ২৩:৪৬
                                        
 
                                        আজ ২০ মার্চ বিশ্ব সুখ দিবস। প্রতিবছর এই দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এবারও প্রকাশ করা হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩।
তালিকায় ১৩৭টি দেশের মধ্যে টানা ষষ্ঠবারের মতো শীর্ষে আছে ফিনল্যান্ড। এতে ১৩৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম। ২০২২ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ৯৪তম ছিল।
আর এবারের সুখী দেশের তালিকায় তলানিতে আছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। আগের বছরও এই তালিকায় সবার নিচে ছিল দেশটি।
শীর্ষ ১০টি সুখী দেশ
সুখী দেশের তালিকায় প্রথম ফিনল্যান্ড, দ্বিতীয় ডেনমার্ক, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ ইসরায়েল, পঞ্চম নেদারল্যান্ডস, ষষ্ঠ সুইডেন, সপ্তম নরওয়ে, অষ্টম সুইজারল্যান্ড, নবম লুক্সেমবার্গ ও দশম নিউজিল্যান্ড।
দক্ষিণ এশিয়ার ও অন্যান্য দেশ
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ৭৮ তম, পাকিস্তান ১০৮, শ্রীলঙ্কা ১১২, ভারত ১২৬তম আর বাংলাদেশের অবস্থান ১১৮তম।
অন্যদিকে সুখী দেশের তালিকায় এবার সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তানের নাম। আগের বছরও এই তালিকায় সবার নিচে ছিল আফগানিস্তান।
তালিকায় কানাডা ১৩তম, যুক্তরাষ্ট্র ১৫ ও যুক্তরাজ্য ১৯তম। আর যুদ্ধকবলিত ইউক্রেন ৯২তম অবস্থানে আছে। রাশিয়া ৭০তম অবস্থানে রয়েছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন
সুখী দেশের তালিকা যেভাবে করা হয়
এ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ নির্ধারণের জন্য ছয়টি সূচক যাচাই করা হয়। সেগুলো হলো মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব ও ডিসটোপিয়া। সূত্র: ডেইলি স্টার

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।