ঈদযাত্রার ট্রেনের সব টিকিট অনলাইনে, বিক্রি শুরু ৭ এপ্রিল, ফিরতি টিকিট বিক্রি কবে?
রাজিউর রাহমান | প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ২৩:২৮
যাত্রার দশ দিন আগে থেকে ঈদ টিকিট বিক্রি করা হবে। ১৭ তারিখের যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৭ তারিখ। এভাবে ২১ এপ্রিলের টিকেকিট বিক্রি করা হবে ১১ এপ্রিল। ঈদ ফিরতি টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল। ওই দিন বিক্রি করা হবে ২৫ এপ্রিলের টিকিট।
মন্ত্রী জানান, এবারে ঈদযাত্রা ও ফেরতের ক্ষেত্রে ১৭-৩০ এপ্রিল পর্যন্ত রেলের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এবারে ৯ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। এবারে অতিরিক্ত যাত্রীরা যাতে বাড়ি যেতে পারেন সে জন্য ৫৩টি কোচ যুক্ত করা হবে। ঈদের সময় সারাদেশে মোট ২১৮টি ট্রেন চলাচল করবে।
তিনি জানান, ১ এপ্রিল তারিখ হতে যাত্রার ১০ দিন পূর্বের আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রয় করা হবে। আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ছাড়া অন্য দুটি ট্রেন মিতালী ও মৈত্রী এক্সপ্রেস ঈদের সময় বন্ধ থাকবে। বুধবার (২২ মার্চ) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বর্তমানে ট্রেনের টিকিট কিনতে যাত্রীর এনআইডি বাধ্যতামূলক করা হয়েছে। কালোবাজারি হটাতে এই সিদ্ধান্ত অনেকটা কার্যকর হয়েছে। ফলে যাত্রীরা গন্তব্যে যাওয়ার আগের দিন পর্যন্ত ট্রেনের টিকিট অনলাইন বা কাউন্টার থেকে কিনতে পারেন। অন্যদিকে ঈদের অগ্রিম টিকিট কিনতে ঢাকা রেলওয়ে স্টেশনে হাজারো টিকিট প্রত্যাশীর যে ঢল নামে, তাদের যে অসহনীয় কষ্ট ভোগ করতে হয় সেটি থেকে মুক্তি দিতে আসন্ন ঈদে সব টিকিট অনলাইনে বিক্রির প্রস্তাব করা হয় সভায়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।