মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজিউর রাহমান | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ২১:০১

মহাখালীর সাততলা বস্তিতে আগুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে। এখন উদ্ধারকাজ চলছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ৯টি ইউনিট প্রায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনে যাদের ঘর পুড়ে গেছে, তারা রাস্তায় এসে অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে রিকশাচালক রফিকুল পোড়া ঘর দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমি রিকশা চালিয়ে যা আয় করেছিলাম, সব পুড়ে ছাই হয়ে গেছে।’

এরআগে, ২০২১ সালের ৭ জুন এই বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top