ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলা, শিশুসহ নিহত ৮
রাজিউর রাহমান | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ২১:০১
ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন। শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্ক শহরের আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়।
এক টুইট বার্তায় ইউক্রেনের পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে নিয়ে আসার সময় অ্যাম্বুলেন্সে একটি শিশু মারা গেছে। শিশুটির বয়স দুই বছর বলে জানিয়েছেন দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। পাশাপাশি পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
দোনেস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো দেশটির জাতীয় টেলিভিশনকে বলেছেন, সাতটি রাশিয়ান এস-৩০০ মিসাইল স্লোভিয়ানস্ক শহরে আঘাত হেনেছে। হামলায় এখন পর্যন্ত ২১ জন আহত ও আটজন নিহত হয়েছেন।
ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, আরেকটি ভয়াবহ সন্ত্রাসী হামলার সাক্ষী হলো ইউক্রেনের মানুষ। আবাসিক এলাকায় এস-থ্রি হান্ড্রেড মিসাইল নিক্ষেপ করা হয়েছে। ধ্বংস্তূপে পরিণত হয়েছে ভবন। ভুক্তভোগীদের রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
কয়েক মাস ধরে চলা গোলাবর্ষণ এবং বোমাবর্ষণের ফলে বিধ্বস্ত বাখমুতকে ইউক্রেনীয় সৈন্যরা দৃঢ়তার সাথে রক্ষা করছে। রুশ বাহিনী এখন শহরের ৮০ শতাংশের নিয়ন্ত্রণ করছে, এমন ‘অতিরঞ্জিত বিবৃতি’ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের সামরিক কমান্ডাররা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।