যান চলাচল স্বাভাবিক

অবশেষে খুলে দেওয়া হলো নিউ মার্কেট

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ২৩:০৩

নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার কারণে একদিন বন্ধ থাকার পর আবারো খুলেছে নিউমার্কেট ও এর আশপাশের মার্কেটগুলো। রোববার (১৬ এপ্রিল) নিউমার্কেট, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, নূরজাহান মার্কেটসহ অন্যান্য মার্কেটগুলো খুলেছে। সকাল ১০টায় মার্কেটগুলো খোলার পর দোকানিদের দোকান পরিচ্ছন্ন করতে ও বিক্রির প্রস্তুতি নিতে দেখা গেছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, আগুনে পোড়া নিউ সুপার মার্কেট ছাড়া সব মার্কেট আবার খোলা হয়েছে। আগুনের কারণে গতকাল রাস্তা বন্ধ থাকায় মার্কেটগুলো বন্ধ ছিল। রাস্তা খুলে দেওয়ায় ব্যবসায়ীদের দোকানে যেতে বাধা নেই।

নিউমার্কেট দোকান মালিক সমিতির সহ-সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ বলেন, নিউমার্কেটের এখানে পৃথক ব্লকে পাঁচটি মার্কেট রয়েছে। সব মার্কেটের সমিতি ও ম্যানেজমেন্ট আলাদা। রবিবার সকাল থেকে মূল মার্কেট খোলা হয়। তবে অন্য মার্কেট খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা জানা নেই।

নিউমার্কেট এলাকায় অন্যান্য মার্কেট—ধানমন্ডি হকার্স মার্কেট, নেহার ভবন শপিং সেন্টার, গ্লোব সুপার মার্কেট, নূর ম্যানশন শপিং সেন্টার, ইসমাইল ম্যানশন, সুবাস্তু অ্যারোমা সেন্টার শপিংমল ও ইস্টার্ন মল্লিকায় দোকান খোলা হয়েছে।

এদিকে, রাজধানীর নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার পর থেকে এ এলাকায় যান চলাচল শুরু হয়েছে। ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ ছিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ট্রাফিক জয়নুল আবেদীন বলেন, শনিবার ভোরে ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়। রোববার সকাল সাড়ে ১০টা থেকে এ এলাকায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট এলাকার মিরপুর সড়ক উন্মুক্ত রয়েছে। সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে। এরআগে, শনিবার অগ্নিকাণ্ডের ঘটনার পর ইডেন গেট থেকে সায়েন্স ক্লাব মোড় পর্যন্ত রাস্তা বন্ধ রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় আজিমপুর থেকে ছেড়ে আসা গাড়ি কাটাবন মোড় হয়ে সাইন্স ক্লাবের পাশ দিয়ে বের হয়।

এদিকে ২৭ ঘণ্টার বেশি সময় পর সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন।এরআগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রবিবার সকাল ৯টায় আগুন পুরোপুরি নির্বাপিত হয়।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top