গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়
রাজিউর রাহমান | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ২৩:৪৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতদিন ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দি ছিল ততদিন দেশের উন্নতি হয়নি। উন্নতি তখনই হয়েছে যখন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। রোববার (১৬ এপ্রিল) গণভবনে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের (এনটিসি) ৮ম সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। তবে মুক্তিযুদ্ধকে সমর্থন না করা দলগুলোর বৈরি মনোভাবের কারণে বাধা-বিপত্তি আসবে। সেসব অতিক্রম করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
শেখ হাসিনা বলেন, প্রশাসন পরিচালনায় আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও নীতি আদর্শ ধরে রেখে কাজ করেছি। এরই ফলস্বরূপ দেশ আজ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে আমাদের। এ ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীর জনগোষ্ঠীকে প্রশিক্ষিত হতে হবে। আর প্রশিক্ষিত জনগোষ্ঠীকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। এ জন্য আমাদের উপযুক্ত জনবল দরকার।
বঙ্গবন্ধুকন্যা বলেন, গত ১৪ বছর গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকার কারণেই দেশের ‘অভূতপূর্ব’ উন্নয়ন হয়েছে। তবে একটা শ্রেণী বারবার বাঁধা তৈরি করলেও দেশ এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট দেশ গড়তে এক লাফে নয়, ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। কেউ পিছিয়ে থাকবে না। সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই। দেশে আর কোন অতি দরিদ্র থাকবে না। সরকার প্রণীত ডেল্টা প্ল্যান বাস্তবায়ন হলে দেশকে আর পিছন ফিরে তাকাতে হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সরকার প্রধান বলেন, যে কোনো বিষয়ে আমাদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এর জন্য উপযুক্ত জনশক্তিও আমাদের প্রয়োজন। আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছি, যেখানে দেশি-বিদেশি বিনিয়োগ হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।