বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১, ০০:১৮

বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে সব ধরনের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকেও বাংলাদেশের কাছে একই ধরনের পদক্ষেপ প্রত্যাশা করেছে। এক বিবৃতিতে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানের হাইকমিশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের সাথে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহম্মেদ সিদ্দিকীর বৈঠক অনুষ্ঠিত হয়। তারপরই পাকিস্তান এ সিদ্ধান্তের কথা জানায়।

তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান আহম্মেদ সিদ্দিকী জানান, পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের উপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকেও এমন ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষা করছে ইসলামাবাদ।

এদিকে বিবৃতিতে দাবি করা হয়, দুই দেশই দ্বিপাক্ষিক যোগাযোগে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে। সেই সাথে সমঝোতার সুবিধার্থে বাংলাদেশের জনগণকে পাকিস্তানীদের অতীতের ভুলগুলো ক্ষমা এবং ভুলে যাওয়ার আহ্বান করা হয়।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top