বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

করোনা মোকাবিলায় আরও ১১ লাখ টিকা এসেছে

রাজিউর রাহমান | প্রকাশিত: ৩ মে ২০২৩, ০৩:৪৬

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস প্রতিরোধের পাশাপাশি ওমিক্রন ও ডেল্টা ভাইরাস মোকাবিলার জন্য নতুন করে আরও ১১ লাখ বাইভেলেন্ট ভ্যাকসিন সরকারের কাছে এসেছে। এমনটা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এগুলো ছাড়াও আরও ২০ লাখ ডোজ বাইভেলেন্ট টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার (২ মে) সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এই তথ্য জানান তিনি। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পথ-পরিক্রমায় স্বাস্থ্য অধিদফতরের অদম্য যাত্রায় ‘জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২ মে সালের তৎকালীন কলকাতার থিয়েটার রোডে প্রথম যাত্রা শুরু হয় স্বাস্থ্য অধিদপ্তরের। এ কারণেই ২ মের সেই ঐতিহাসিক স্মৃতিকে মনে রেখে আজকের এই জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস-২০২৩ পালন করা হচ্ছে।

জাহিদ মালেক বলেন, বর্তমানে দেশের ৫১টি সরকারি হাসপাতালে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বৈকালিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন। এই সেবায় আমরা লক্ষ্য করেছি, দেশের মানুষ খুশি হয়েছে। চিকিৎসকেরাও খুশি মনে চিকিৎসা সেবা দিচ্ছেন। এ জন্য এই সেবার আরও পরিধি বাড়ানো হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই আরও ১০০ হাসপাতালে এ সেবা চালু করা হবে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top