বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-এর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১, ২১:১৮
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বার্ষিকী উপলক্ষে রাজধানীতে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে' অংশ নিয়েছেন দু'শতাধিক দৌড়বিদ।
রোববার (১০ জানুয়ারি) ভোর ৬ টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকার আর্মি স্টেডিয়ামে ম্যারাথনের উদ্বোধন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে বঙ্গবন্ধু ম্যারাথনই ২০২১ সালের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়া ক্ষেত্রে এই ইভেন্ট একটা মাইলফলক হয়ে থাকবে।
এ ম্যারাথনের আয়োজন করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
উদ্বোধনী এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।