শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বইমেলা ফেব্রুয়ারিতে হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২১, ০৯:২৮

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলা (বইমেলা) হচ্ছে না। রোববার (১০ জানুয়ারি) রাতে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী সাংবাদিকদের সরকারের এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানান, পরিস্থিতি ভালো হলে বইমেলা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।'

প্রকাশকদের দাবি থাকলেও বর্তমান পরিস্থিতিতে এমন আয়োজন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, 'আমরা আপাতত বইমেলা স্থগিত করেছি। পরিস্থিতি বিবেচনায় তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।'

উল্লেখ্য, করোনা মহামারির বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বইমেলার আয়োজন স্থগিত রাখার জন্য গেল মাসে সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন করেছিল বাংলা একাডেমি কর্তৃপক্ষ। তবে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি সেবার তাতে আপত্তি জানিয়েছিল।

প্রতিবছর ১ ফেব্রুয়ারি এ মেলার পর্দা উঠলেও ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট থাকায় গত বছর অমর একুশে গ্রন্থমেলা একদিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি শুরু হয়। কিন্তু এবার করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে নির্দিষ্ট সময়ে ঐতিহ্যবাহী এই মেলা যথাসময়ে শুরু হচ্ছে না।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top