মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
রাজিউর রাহমান | প্রকাশিত: ৭ জুন ২০২৩, ০২:৫৩
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ জুন) দুপুর ১টা ১০ মিনিটে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। দুপুর আড়াইটায় তিনি দূতাবাস থেকে বের হন।
অন্যান্য সময় বিদেশি রাষ্ট্রদূত বা কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময় বিএনপির কয়েকজন নেতা থাকলেও আজ একাই পিটার হাসের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান ও সরকারের নির্বাচনি ভাবনায় বিএনপির দ্বিমত নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও আগামী নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশার কথা তুলে ধরেন পিটার হাস। পরে তারা একসঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন।
এরআগে, সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার বাসভবনে বৈঠক করেন পিটার হাস। সেখানে আইনমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি উপস্থিত ছিলেন।
বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে আইনমন্ত্রী বলেন, শ্রম আইন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছু বক্তব্য ছিল। সে সব বিষয় নিয়েই রাষ্ট্রদূত বাংলাদেশের সরকারের বক্তব্য জানতে চেয়েছেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।