সমাবেশের অনুমতির জন্য ফের ডিএমপি কার্যালয়ে জামায়াত

রাজিউর রেহমান | প্রকাশিত: ৭ জুন ২০২৩, ০৩:৩১

ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আগামী শনিবার সমাবেশ ও মিছিলে সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর একটি আবেদন জমা দিয়েছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে জামায়াতের আট সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে এ আবেদন জমা দেয়।

প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট নাজমুল হোসাইন, অ্যাডভোকেট জালাল আহমেদ, তরিকুল ইসলাম ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

ডিএমপি কমিশনারের কার্যালয়ে আবেদন জমা দেওয়ার পর অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, ‘আমরা ১০ জুন দুপুর ২টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে কাকরাইল মোড় পর্যন্ত মিছিল ও সমাবেশের জন্য সহযোগিতা চেয়ে আবেদন জমা দিয়েছি। পুলিশ কমিশনারের কার্যালয়ে অতিরিক্ত উপকমিশনার সৈয়দ মামুন মোস্তফা আবেদন পত্রটি গ্রহণ করে আমাদের একটি অনুলিপি দিয়েছেন। পরবর্তীতে তিনি এ বিষয়ের সিদ্ধান্ত আমাদেরকে জানাবেন বলেছেন।’

এরআগে, ২৯ মে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে ৫ জুনের সমাবেশের অনুমতি চাইতে গেলে জামায়াতের চার নেতাবে দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হয়ত জামায়াত নেতাদের বিষয়ে পুলিশের কাছে ভুল তথ্য ছিল।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top