ঈদের ছুটি বাড়ল এক দিন, শুরু ২৭ জুন

রাজিউর রেহমান | প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ২২:১১

ছবি: সংগৃহীত

অবশেষে ঈদুল আজহার ছুটি বাড়লো আরও একদিন। আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করা হয়েছে। যার ফলে এবার ঈদে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। সোমবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে আসলো এ সিদ্ধান্ত।

ঈদের ছুটি এক দিন বাড়াতে গত ১৩ জুন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাব করেছিল। আর যানজট, যাত্রী হয়রানি ও সড়ক দুর্ঘটনা কমাতে আগামী ২৭ জুন ঈদের ছুটি ঘোষণার দাবি জানিয়েছিল যাত্রী কল্যাণ সমিতি।

আগামী ২৯ জুন কোরবানির ঈদ হতে পারে ধরে নিয়ে ২৮, ২৯ ও ৩০ জুন ঈদের ছুটি নির্ধারিত হয়েছিল। ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় যোগ হল আরও এক দিন।

আর ঈদের ছুটির পর ১ জুলাই শনিবারও সাপ্তাহিক ছুটি। ফলে এবার ঈদে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এর আগে, ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে তা জানতে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখান থেকেই ঈদ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top