রাজশাহী-সিলেট সিটির ভোটে অনিয়মের খবর নেই
রাজিউর রেহমান | প্রকাশিত: ২২ জুন ২০২৩, ০০:৪৫
রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে অনিয়মের কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বুধবার (২১ জুন) দুপুরে নির্বাচন ভবনে রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
রাশেদা সুলতানা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা ইসি থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে কোনো সমস্যা হয়নি জানিয়ে তিনি বলেন, রাজশাহীতে এক জায়গায় সমস্যা হয়েছিল, তা ঠিক করা হয়েছে।
দুই সিটিতে ৮ লাখের বেশি নাগরিক ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করে তাদের নগরপিতা নির্ধারণের সুযোগ পাবে। সিলেট সিটি করপোরেশনের ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন ভোটার, পাশাপশি রাজশাহী সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৭৬ জন।
বিষয়: রাজশাহী সিলেট সিটি নির্বাচন অনিয়ম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।