রাজধানীর কোথায় পশুর হাট বসবে, দেখে নিন
রাজিউর রেহমান | প্রকাশিত: ২৩ জুন ২০২৩, ০০:০৮
ঈদুল আযহার বাকি মাত্র ৮ দিন। রাজধানী ঢাকায় এবার ঈদুল আযহায় কোরবানির পশুর হাট বসবে ১৯টি স্থানে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৯টি স্থানে এবং উত্তর সিটিতে ১০টি স্থানে পশুর হাট বসবে। ইতিমধ্যে উভয় সিটি কর্পোরেশন এসব হাটের ইজারাদার ও স্থান সুনির্দিষ্ট করেছে।
ঢাকার উত্তরে গাবতলীসহ ১০টি হাট বসছে। সেগুলো হচ্ছে,
১. গাবতলী গবাদিপশুর হাট (স্থায়ী হাট)।
২. দক্ষিণখানের কাওলা শিয়াল ডাঙ্গাসংলগ্ন খালি জায়গা।
৩. উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা।
৪. ভাটারা (সাঈদ নগর) পশুর হাট।
৫. মোহাম্মদপুর বছিলা এলাকার ৪০ ফুট সড়কসংলগ্ন রাজধানী হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা।
৬. বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগরের ব্লক ই, এফ, জি, এইচ পর্যন্ত অংশের খালি জায়গা।
৭. মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সেকশনের (ইস্টার্ন হাউজিং) খালি জায়গা।
৮. ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাচকুড়া ব্যাপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা।
৯. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা।
১০. খিলক্ষেত খাঁপাড়া উত্তর পাশের জামালপুর প্রপার্টিজের খালি জায়গা।
ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাট
দক্ষিণের এলাকাগুলোয় এবার ৯টি কোরবানির পশুর হাট বসছে। সেগুলো হচ্ছে,
১. ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ–সংলগ্ন উন্মুক্ত এলাকা।
২. পোস্তগোলা শ্মশান ঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা।
৩. খিলগাঁও মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা।
৪. যাত্রাবাড়ী দনিয়া কলেজ–সংলগ্ন আশপাশের খালি জায়গা।
৫. ধোলাইখাল ট্রাক টার্মিনাল–সংলগ্ন উন্মুক্ত এলাকা।
৬. লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা।
৭. আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা।
৮. খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা।
৯. লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা।
কোরবানির পশু কিনে হাট থেকে বাড়ি ফেরা, পথিমধ্যে ‘দাম কত হলো’ চিরচেনা জিজ্ঞাসা, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে হাটে যাওয়া, দেখে বুঝে, দরদাম করে কেনা পশুটি নিয়ে বাড়ি ফেরা। ঈদুল আজহার প্রস্তুতি মানেই এমন নানান আয়োজন। সব মিলিয়ে কোরবানির ঈদের আগে রাজধানীতে পশুর হাট কেন্দ্রিক একটি উৎসবের আমেজ বিরাজ করে।
বিষয়: পশুর হাট ঈদুল আযহা কোরবানির পশু
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।