গুলশানে হলি আর্টিজান হামলার ৭ বছর
ফারহানা মির্জা | প্রকাশিত: ১ জুলাই ২০২৩, ২১:৫৫
২০১৬ সালের এইদিনে রাজধানী ঢাকার গুলশান-২ এর হলি আর্টিজান বেকারিতে রাত ৮টা ৪০ মিনিট থেকে হত্যাযজ্ঞ শুরু করে জঙ্গিরা। ভয়াবহ এই জঙ্গি হামলায় ২ জন পুলিশ কর্মকর্তা ও ১৭ জন বিদেশি নাগরিকসহ মোট ২২ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৯ জন ইটালিয়ান, ৭ জন জাপানি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এবং ২ জন বাংলাদেশি নাগরিক ছিলেন।
২০১৯ সালের ২৭ নভেম্বর আদালত হামলায় জড়িত ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাকিবুল ইসলাম রিগ্যান ওরফে রাফিউল ইসলাম, রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আসলাম হোসেন ওরফে র্যাশ, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মোহাম্মদ হাদিসুর রহমান সাগর ওরফে সাগর, মামুনুর রশিদ রিপন ও শরিফুল ইসলাম খালেদ।
এই মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি।আজ ১ জুলাই শনিবার জঙ্গি হামলার এই মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে হামলার ঘটনাস্থল রাজধানীর হলি আর্টিজান বেকারিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
বিষয়: হলি আর্টিজান গুলশান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।