ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

রাজিউর রেহমান | প্রকাশিত: ৭ জুলাই ২০২৩, ০০:১৪

ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ায় ডা. সংযুক্তা সাহার নামে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করা হয়েছে। আদালতে মামলাটি করেন সেন্ট্রাল হাসপাতালের এমডি ডা. মতিউর রহমান। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখেছেন। নানা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে হাসপাতালের সুনাম ক্ষুন্ন করায় এ মামলা করা হয়েছে বলে জানান অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

গত ২২ জুন ডা. সংযুক্তা সাহার বক্তব্য প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। আঁখি তার রোগী নন এবং হাসপাতাল তার সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছেন বলে উল্লেখ করেছেন।

তিনি অভিযোগ করেছেন যে, হাসপাতাল তার কাছ থেকে কোনো সম্মতি নেয়নি। অপারেশনের সময় তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন না। তাহলে কীভাবে এ ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে। তার এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ন করেছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ছাড়াই নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ডা. সংযুক্তা সাহা শর্তাবলী লঙ্ঘন করেছেন, যা হাসপাতালের ব্র্যান্ড এবং সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

এরআগে, ৯ জুন রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার মাধ্যমে স্বাভাবিক প্রসব করাতে কুমিল্লা থেকে এসে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্তানসম্ভবা আঁখি। সে সময় ড. সংযুক্তা বিদেশে ছিলেন। সেদিন ড. সংযুক্তা সাহার সহকারী চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করানোর পর মারা যায় আঁখির সদ্যোজাত সন্তানটি।

আঁখির অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন তিনি মারা যান। এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমণ্ডি থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে যে মামলা করেন। এতে চিকিৎসক শাহজাদী, মুনা ও মিলির পাশাপাশি চিকিৎসা সহকারী জমির, এহসান ও হাসপাতালের ব্যবস্থাপক পারভেজকে আসামি করা হয়।

গত ২০ জুন সেন্ট্রাল হাসপাতালের ভুল চিকিৎসায় মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির বিরুদ্ধে তাকে ফাঁসানোর অভিযোগ তুলেন ডা. সংযুক্তা সাহা। সেই সঙ্গে এই গাইনি রোগ বিশেষজ্ঞ হিসেবে তার নাম ও খ্যাতি ব্যবহার করে প্রতারণার অভিযোগ আনেন সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে। পরে সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে ডা. সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top