ভিসা আবেদনে নতুন নিয়ম চালু করেছে ভারতীয় হাইক‌মিশন

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ০০:২৩

ছবি: সংগৃহীত

ভিসা পদ্ধতি আরও সহজ করতে ও আবেদনকারীদের অসুবিধা কমাতে ভিসা আবেদ‌নের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকার ভারতীয় হাইক‌মিশন। মঙ্গলবার (১১ জুলাই) থে‌কে এ নতুন নিয়ম চালু হয়।

তারা জানায়, যাদের ভিসা আবেদন নিয়ে হাইকমিশনে কাজ চলছে, তারা কোনও কাজে ব্যবহারের জন্য যদি নিজের পাসপোর্ট ফেরত চান, তাহলে তাদের জন্য আইভ্যাকে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে।

তবে, ভিসা টোকেনে প্রদর্শন করা সম্ভাব্য ডেলিভারির সাত দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নিতে পারবেন। এটি আবেদনকারীকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাকে দীর্ঘ সময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

হাইক‌মিশন বলছে, এ পদক্ষেপ আবেদনকারী‌র ভিসা আবেদন প্রক্রিয়াকে সুবিধাজনক করে তুলবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top