• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিএনপির একদফায় একাট্টা নূরের গণঅধিকার পরিষদ

রাজিউর রেহমান | প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ২৩:৪৪

ছবি: সংগৃহীত

বিএনপির একদফা কর্মসূচিতে সহমত পোষণ করেছে দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণঅধিকার পরিষদ। অন্য সঙ্গীরাও পৃথক সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়ার কথা রয়েছে। বুধবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘একদফা’ কর্মসূচিতে সম্মতির কথা জানান নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

দলটির সভাপতি নুরুল হক নূর বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সম্মিলিত আন্দোলন করে এ সরকারের পতন ঘটাতে হবে। সুতরাং আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বিএনপির এক দফার সঙ্গে সহমত পোষণ করছি। এ সময় গণঅধিকারের নতুন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, রাজধানীতে দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ চলছে। বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশে অংশ নিয়েছেন দুই দলের নেতাকর্মী ও সমর্থকরা।

দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই সমাবেশ থেকেই সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা দেবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে, বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top