ইইউ প্রতিনিধিদলের সঙ্গে কী কথা হয়েছে, জানাল জামায়াত
রাজিউর রাহমান | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ০২:৫৬
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের বৈঠক হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর গুলশান-২ ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আলোচনার বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে। ২০১৪ ও ২০১৮ সালের মতো পাতানো নির্বাচন হলে পর্যবেক্ষক পাঠিয়ে ইইউ সম্মানিত বোধ করবে কিনা তা জানতে চাওয়া হয়েছে বৈঠকে।
জামায়াত বলেছে, নির্দলীয় সরকার কীভাবে গঠিত হবে তা নিয়ে আলোচনা হলে সংলাপ হতে পারে। নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না জায়ামাত।
গত দুই সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন নির্বাচনে পাঠাবে কিনা সিদ্ধান্ত নিতে ইউরোপের ২৭ দেশের জোট প্রাক প্রতিনিধি দল পাঠিয়েছে। বাংলাদেশে আসা এ প্রতিনিধি দল সাংবিধানিক, সরকারি সংস্থা, নাগরিক সমাজের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করছে। শনিবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের সঙ্গে বৈঠক করে।
২০১৪ সালে ইইউ পার্লামেন্ট সহিংসতার কারণে জামায়াতের সঙ্গ ছাড়তে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছিল। ১০ বছর পর প্রকাশ্য রাজনীতিতে ফেরা দলটির সঙ্গে এবার ইইউ বৈঠক করল। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে ডা. তাহের বলেছেন, জামায়াত সহিংসতা করে না।
তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেছে। ২০১৪ ও ২০১৮ সালে নজিরবিহীন প্রতারণার নির্বাচন হয়েছে। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।