বিএনপির পদযাত্রায় ধাওয়া-পাল্টা ধাওয়া, যানজটে ভোগান্তি

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ২১:৩৯

ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির পদযাত্রায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে পদযাত্রাটি মিরপুর সরকারি বাংলা কলেজ অতিক্রম করার সময় এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে কলেজের ভেতরে ঢুকে ঢিল ছোড়াছুড়ি করতে দেখা যায়। 

স্থানীয়রা জানান, পদযাত্রার উদ্দেশে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় কয়েকজন একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে, সকাল থেকেই ব্যানার, ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হন বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

পদযাত্রায় গাবতলী থেকে মগবাজার অংশে থাকবেন দলটির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। আর মগবাজার থেকে বাকি সাড়ে ৫ কিলোমিটার পথে অংশ নেবে দক্ষিণের নেতাকর্মীরা। বিভিন্ন রুট ঘুরে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে পদযাত্রা শেষ হবে বিকেল ৪টায়। জাতীয় নির্বাচনের আগে সরকার পতনের এক দফা ঘোষণার পর প্রথম পদযাত্রা কর্মসূচি পালন করছে দলটি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top