পদযাত্রা বনাম শোভাযাত্রা: বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজিউর রাহমান | প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ২১:১৮

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ এলাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনের সময় ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

দুই মামলায় ২২৯ জনের নামসহ মোট আসামি করা হয়েছে ১ হাজার ২২৯ জনকে। ঢাকায় গ্রেফতার ১৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে বগুড়া, কিশোরগঞ্জ, পিরোজপুর, ফেনী ও জয়পুরহাটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা বাদী হয়ে এই মামলা করেন। এসব মামলায় অন্তত ২ হাজার নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অন্যদিকে, মামলা দায়েরের পর মঙ্গলবার গভীর রাতে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে তাদের নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ায় আরও তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পিরোজপুরে বিএনপির ১৫ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।

লক্ষ্মীপুরে এক দফা দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও কৃষকদলের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় ৪টি মামলা হয়েছে।  

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top