• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


২৭ জুলাই সংঘাত হলে দায় সরকারের: ফখরুল

রাজিউর রাহমান | প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ০১:১২

ছবি: সংগৃহীত

২৭ জুলাই বিএনপির মহাসমাবেশের দিন যুবলীগ কর্মসূচি দিয়ে সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৭ জুলাই কোনো সংঘাত-সংঘর্ষ হলে এর দায় ক্ষমতাসীন দল ও সরকারকে নিতে হবে হুঁশিয়ারি করেছেন তিনি। মির্জা ফখরুল সরকারি দলকে তাদের সমাবেশের তারিখ পরিবর্তনের আহ্বানও জানান।

সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগ কর্মসূচি দেয়, যদি কোন অপ্রীতিকর কিছু হয় এ জন্য দায়ী থাকবে সরকার। সরকারের মন্ত্রীরা হুমকি দিচ্ছে তাদের ভাষা সন্ত্রাসী ভাষা। জনগণ রুখে দাঁড়িয়েছে। আন্দোলন চূড়ান্ত রূপ নিচ্ছে। এ আহবানে শুধু বিএনপি নয় যুগপৎ আন্দোলনের সবাই সম্পৃক্ত।

মির্জা ফখরুল বলেন, এ সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। একদফা আন্দোলনে জনগণ ঐক্যবদ্ধ৷ সরকার বাধ্য হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বাধ্য হবে। সময় এসেছে জনগণের অধিকার ফিরে পাওয়ার।

তিনি বলেন, আমরা আশা করি কতৃপক্ষ শান্তিপূর্ণ কর্মসূচিতে সবাই সহায়তা করবে। সরকারি কর্মকর্তাদের কাছে বলতে চাই আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছি।

বিএনপি মহাসচিব বলেন, ঢাকায় মহাসমাবেশের বিষয়ে আমরা ডিএমপি কমিশনারের কাছে জানিয়েছি। আশা করি মঙ্গলবারের মধ্যে ভেন্যুর বিষয়টি জানাতে পারব এবং কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বলব- আমাদের আন্দোলন জনগণের আন্দোলন। এখানে আপনাদেরও সম্পৃক্ত হওয়া উচিত। কারণ আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top