রাজধানীর ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষ
শাকিল খান | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩, ২০:১১
রাজধানীর ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।
নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে সকাল থেকেই শক্ত অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে নেতা-কর্মীরা বেলা ১১টায় ধোলাইখাল মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে সংঘর্ষ শুরু হয়।
সড়কের একদিকে জলকামান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন, অপরপাশে বিএনপির নেতা-কর্মীরা। একসময় আইন-শৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থানে চলে আসেন।
সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা। এতে পিছু হটেছে পুলিশ। অন্যদিকে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। ধোলাইখাল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে।
বিষয়: ধোলাইখাল পুলিশ বিএনপি সংঘর্ষ newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।