জামিন পেলেন টাঙ্গুয়ার হাওড় থেকে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীরা
রাজিউর রাহমান | প্রকাশিত: ২ আগষ্ট ২০২৩, ২৩:৫৬
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গ্রেফতার বুয়েটের ২৬ ছাত্রসহ ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০০০ টাকা করে মুচলেকা নেওয়া হয়। বুধবার (২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহান সাদিক এসব শিক্ষার্থীদের জামিন মঞ্জুর করেন।
ভারপ্রাপ্ত আদালত কর্মকর্তা এসআই দিদারউল্লাহ বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩৪ শিক্ষার্থীকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে ৩২ জনকে ৫ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছেন।
শিক্ষার্থী পক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল বলেন, এই মামলায় আজকে আমরা জামিন চেয়েছিলাম। রাষ্ট্রপক্ষ থেকেও রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত রিমান্ড বাতিল করে ৩২ শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন। বাকি দু’জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালতে তাদের জামিন চাইব।
এর আগে, সন্ত্রাসী কার্যকলাপ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রবিবার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে আসা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ও বর্তমান ৩১ শিক্ষার্থীসহ ৩৪ জনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সোমবার বিকেলে পুলিশ আদালতে সোপর্দ করলে ৩৪ জনকেই কারাগারে পাঠান আদালত।
স্থানীয়রা বলছেন, তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রবিবার সকাল ৭টায় একটি নৌকায় করে ৩৪ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যান। হাওরে ঘোরার পর দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুনবাজারের সামনে নৌকাটি আসলে পুলিশের দুটি স্পিডবোট তাদের গতিরোধ করে। এ সময় নৌকার চালক আহাদুল মিয়া, মুহাদ্দিস মিয়াসহ ৩৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
তবে টাঙ্গুয়ার হাওরে গিয়ে কেউ নাশকতার পরিকল্পনা করবে পুলিশের এমন অভিযোগকে হাস্যকর ও বানোয়াট বলে দাবি করেন বুয়েট শিক্ষার্থীদের অভিভাবকরা। তাদের অভিযোগ, মেধাবী শিক্ষার্থীদের শুধু শুধু হয়রানি করা হচ্ছে। অভিভাবকরা বলেন, আমাদের সন্তানদের অন্যায়ভাবে আটক করা, সন্ত্রাস দমন আইনে মামলা করে আমাদের সন্তানদের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।