আমরা বৈশ্বিক খেলার মধ্যে পড়ে গেছি : পররাষ্ট্রমন্ত্রী
শাকিল খান | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৩, ১৭:৫৩
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভৌগোলিক অবস্থানগত ও উন্নয়নের কারণে বাংলাদেশ বিদেশিদের কাছে অধিক গুরুত্ব পাচ্ছে। তাদের নজরে রয়েছে বাংলাদেশ। বৈশ্বিক খেলার মধ্যে পড়ে গেছি আমরা।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদের ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দল ও তাদের প্রবাসী সহযোগীরা বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে অপপ্রচার চালাচ্ছে। ধনী দেশগুলো যেমন চীনের উন্নয়ন সহ্য করতে পারে না, তেমনি তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। তবে যা–ই হোক, শেখ হাসিনা থাকতে চিন্তার কিছু নেই।
তিনি আরও বলেন, বিএনপি বিদেশিদের বলেছে, নির্যাতনের কারণে গত ১০-১২ বছরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় অর্ধেক হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে হিন্দু সম্প্রদায় আরও ১০ লাখ বেড়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সবসময় বিদেশিদের কাছে নালিশ দেয়। এজন্য জনগণের কাছে তারা নালিশ পার্টি হয়ে গেছে। আর একটি হচ্ছে আমাদের কিছু প্রবাসী আছেন, তারা ওই নালিশ পার্টির অংশবিশেষ। তারা বাংলাদেশের ইস্যু প্রত্যেক দিন ইনিয়ে-বিনিয়ে বলেন, মিথ্যাচার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদসহ আরও অনেকে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।