আজ ঢাকায় আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

শাকিল খান | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৩, ১৯:৫০

ছবি: সংগৃহীত

চার দিনের সফরে আজ ঢাকা আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান। তারা হলেন- যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট দলের নেতা এড কেইস এবং জর্জিয়ার রিপাবলিকান দলের রিচার্ড ম্যাকরমিক।

১৫ আগস্ট পর্যন্ত সফরে তারা কক্সবাজারে রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শ‌ন, বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের স‌ঙ্গে বৈঠক কর‌বেন। বৈঠকে তারা নির্বাচনসহ বাংলা‌দে‌শের সা‌র্বিক রাজনৈ‌তিক প‌রি‌স্থি‌তি সম্পর্কে জান‌তে চাইবেন বলে জানা গেছে।

কংগ্রেসম্যানদের সফরের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমত ব্যবহার হচ্ছে কি না, তা দেখতে আসছেন তারা। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা অর্থায়নে অন্যতম বড় দাতা। আর এ কংগ্রেসম্যানরা এসব অর্থায়ন কমিটিতে রয়েছেন। তাই তারা দেখবেন তাদের অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতেই ধারাবাহিকভাবে মার্কিন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top