শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

শাকিল খান | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৩, ২০:০৪

ছবি: সংগৃহীত

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য ঢাকা সিটিতে ৩ জন আর সিটির বাইরে মারা গেছেন ৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯৩ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ২২ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২,১৬৮ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮৪২ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ১৩২৬ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪ হাজার ৩৫৯ জন। এর মধ্যে ঢাকায় ৫০ হাজার ১৭০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫৪ হাজার ১৮৯ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে এ পর্যন্ত বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ৩৭ জন। এরমধ্যে ঢাকায় ৪৬ হাজার ২৩৪ জন এবং ঢাকার বাইরে ৪৯ হাজার ৮০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top