১৭ বছর পর বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট চালু

শাকিল খান | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৫

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর আকাশ পথে আবারো চালু হলো ঢাকা-জাপান সরাসরি ফ্লাইট সার্ভিস। সপ্তাহে আসা- যাওয়ার মোট ছয়টি ফ্লাইট চলবে এই রুটে। নতুন ফ্লাইট চালুর ফলে যাত্রাপথে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি বাণিজ্যের নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা।

ফ্লাইটটি ঢাকা থেকে শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় যাত্রা করে। আর স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির উপস্থিতিতে জাতীয় পতাকাবাহী বিমানটির ফ্লাইট চলাচল উদ্বোধন করবেন।

তিনি বলেন, জাতির পিতার হাতে গড়া বিমান দেশের এভিয়েশন শিল্পের পথ প্রদর্শক। ধীরে-ধীরে বিমানের সক্ষমতা আরও বেড়েছে। জাপানের সঙ্গে আমাদের সম্পর্কের গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী গত এপ্রিলে জাপান সফরের পর এই রুটে ফ্লাইট চালুর আগ্রহ জানান। এরই প্রেক্ষিতে এই রুটে আজ ফ্লাইট চালু হলো। এর মাধ্যমে জাপান প্রবাসী বাংলাদেশিরা সহজেই যাতায়াত করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাপানের টোকিও রুটে ফ্লাইট চালু করে ১৯৭৯ সালে। এরপর ১৯৮১ সালে সাময়িক বিরতির পর ঢাকা-নারিতা রুটে প্রথম ফ্লাইট শুরু হয়। পরে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় ২০০৬ সালে জাপানের সঙ্গে বিমানের সরাসরি এই ফ্লাইট বন্ধ হয়ে যায়।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top