জনগণের স্বাস্থ্য উন্নয়নে সরকারের প্রচেষ্টার প্রশংসা করলেন ‘হু’ প্রধান, কী বললেন গেব্রিয়াসিস?
রায়হান রাজীব | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৫
দেশে সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিশ্চিত করায় সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসিস। নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার জাতিসংঘরে সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রশংসা করেন।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
তিনি আরও বলেন, কমিউনিটি হেলথ ক্লিনিক হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্ভাবন। সেখান থেকে মানুষ বিনামূল্যে ৩০টিরও বেশি ওষুধ পাচ্ছেন। কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে শিশু ও মাতৃ মৃত্যুর হার দ্রুত কমাতে সাহায্য করেছে। এতে মানুষের গড় আয়ু অনেক বেড়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে বলেছেন, বাংলাদেশ অন্যান্য দেশগুলোর সাথে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করতে চায়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।