লালবাগে মদিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট! সূত্রপাত কিভাবে?

রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৪

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ থানা এলাকায় মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিস প্রথম ইউনিট সেখানে পৌঁছায় ১টা ৪৫ মিনিটে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুনের খবরে তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। রাশেদ জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

তবে মিষ্টান্নভাণ্ডারের পাশের এক ব্যবসায়ী বলেন, আমি বাসায় ছিলাম। আমার ম্যানেজার আমাকে আগুন লাগার বিষয়টি জানায়। এসে জানতে পারি মদিনা মিষ্টান্নভাণ্ডারের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।

তিনি বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হওয়াতে সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া গোডাউনে প্লাস্টিকের খেলনা থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top