৩ দিনের ছুটি শেষে রাজধানীতে তীব্র যানজট
শাকিল খান | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩, ১৫:৪৯
টানা তিন দিনের ছুটি শেষে আজ রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস। ফলে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে এদিন। সকাল ৮টার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী।
মহাখালী, বিজয় সরণি, খামারবাড়ী, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ ও মগবাজারে সকাল থেকেই তীব্র যানজট দেখা গেছে। এ ছাড়া সাইন্সল্যাব, কলাবাগানসহ অনেক জায়গায় এমন চিত্র দেখা গেছে। সকাল থেকেই এসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
যাত্রীরা বলছেন- গত তিন দিনে রাস্তা বেশ ফাঁকা ছিল। কিন্তু আজকে কর্মদিবস হওয়ায় অনেক যানজটের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, তিন দিন সরকারি ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবসে একসঙ্গে সবাই রাস্তায় বের হয়েছেন। সেইসঙ্গে ব্যক্তিগত গাড়ি বের হওয়ায় রাস্তায় চাপ বেড়েছে। ফলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে এ যানজট সৃষ্টি হয়েছে। তবে, সড়কে যান চলাচল গতিশীলতা রাখতে কাজ করা হচ্ছে বলেও ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ছিল সরকারি ছুটি। এর সঙ্গে শুক্র ও শনিবার মিলিয়ে তিন দিনের ছুটি মেলে। লম্বা ছুটি পাওয়ায় অনেকেই ঢাকার বাইরে ঘুরতে গেছেন। তাই এই সময়টাতে ঢাকা বেশ ফাঁকাই ছিল।
বিষয়: তীব্র যানজট রাজধানী newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।