রাজধানীর শেওড়াপাড়ায় পোশাক শ্রমিকের সড়ক অবরোধ
শাকিল খান | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩, ১৭:১৩
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টা থেকে রাজধানী মিরপুরের শেওড়াপাড়ার দুই পাশের সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। এর ফলে সকালে সড়কে তীব্র যানজট তৈরি হয়। এতে অফিসগামী মানুষের ভোগান্তিতে পড়তে হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল থেকে জে কে ফ্যাশন গার্মেন্টসের পোশাক শ্রমিকরা শেওড়াপাড়ার সড়ক অবরোধ করে রেখেছে। মালিক গার্মেন্টসটি স্থানান্তর করে অন্য স্থানে নিয়ে যাবে। কিন্তু শ্রমিকরা বকেয়া বেতন ও স্থানান্তর ভাতার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে। শ্রমিকরা সড়ক অবরোধের কারণে সকাল থেকে শেওড়াপাড়া দিয়ে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শেওড়াপাড়ায় যান চলাচল ব্যাহত হওয়ার কারণে কাজীপাড়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, আজ সকাল সোয়া ৯ টা থেকে জে কে ফ্যাশনের পোশাক শ্রমিকরা শেওড়াপাড়ার সড়ক অবরোধ করে রেখেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।