• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বৃষ্টিতে আগুন ছড়াচ্ছে সবজির বাজার!

ফারহানা মির্জা | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩, ১৪:৩৯

ছবি: সংগৃহীত

রাজধানীতে নিত্যপণ্যের পাশাপাশি সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। গেলো কয়েকদিনের টানা বৃষ্টিতে সরবরাহ কমায় নতুন করে বেড়েছে কাঁচা মরিচ সহ বিভিন্ন সবজির দাম।

শনিবার(৭ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন দৃশ্যের দেখা মিলেছে ।

বাজারে নতুন শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে, ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৭০ টাকা প্রতি পিস। আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।

 বাজার ঘুরে দেখা যায়, গাজর ১২০ টাকা, বেগুন ৯০ টাকা, টমেটো ১২০ টাকা, শসা ৭০ টাকা এবং পেঁপে কেজি প্রতি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া করলা ১০০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ১০০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ১২০ টাকা, কচুছড়া ১০০ টাকা কেজি, কাকরোল ৮০ টাকা কেজি, পটল ৭০ টাকা কেজি, লতি ৮০ টাকা কেজি, ঢেঁড়স ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকা, আগে কেজি ছিল ২০০ থেকে ২২০ টাকা। এছাড়া বাজারে কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকা। ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা।

বাজারে ফার্মের মুরগির ডিমের দাম কমেনি। শুক্রবার ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ২২০ টাকা।

বৃষ্টি কমলে দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে এই মুহূর্তে সাধারণ মানুষের হাতের বাহিরে চলে গিয়েছে বাহারি সবজি খাওয়ার চিন্তা। জনগণের মধ্যে দেখা দিচ্ছে অসহায়ত্ব।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top