রাজধানীতে পরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রীরা

রায়হান রাজীব | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ১৬:৫৪

ছবি: সংগৃহীত

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ আজ। এছাড়া জামায়াতসহ অন্যান্য বিরোধী দলগুলোও সমাবেশ ডাকায় রাজধানীতে চাপা উত্তেজনা বিরাজ করছে। সমাবেশ ঘিয়ে নাশকতা হতে পারে এমন আশঙ্কায় রাজধানীতে গণপরিবনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

শনিবার সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা যায়। এসব এলাকায় দেখা গেছে, গণপরিবহন কম থাকায় প্রতিটা বাস পয়েন্টে যাত্রীদের ভিড় লেগে আছে। মাঝেমধ্যে দুএকটা গাড়ি এলে অপেক্ষমাণ যাত্রীরা কে কার আগে উঠবেন হুমড়ি খেয়ে পড়ছেন। অনেকেই আবার ঝুঁকি নিয়ে ঝুলে পরছেন গাড়ির গেটে। নামার যাত্রী না থাকায় অনেক বাসকে পয়েন্টে না থেমে চলে যেতে দেখা গেছে। যাত্রীর চাপে বাধ্য হয়ে নির্ধারিত বাস স্টপেজে না থেমে ফাঁকা জায়গায় গিয়ে থামছে।

ভুক্তভোগীরা জানান, রাজনীতিবিদরা ক্ষমতার লড়াই করবেন আর ভোগান্তি পোহাব আমরা। আমরা এর থেকে মুক্তি চাই। দেশের মানুষ যেন শান্তিতে থাকেন রাজনীতিবিদদের সেদিকে লক্ষ্য রাখা উচিত।

চালকদের ভাষ্য, মূলত নাশকতার শঙ্কা থেকেই সড়কে গণপরিবহন নিয়ে বের হচ্ছেন না গাড়িগুলো। বেশির ভাগ বাসচালক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভাড়া নিয়ে আসছেন। অল্প কিছু গণপরিবহন চললেও যাত্রী আছে ধারণ ক্ষমতার দুই থেকে তিনগুণ। মূলত নাশকতার শঙ্কা থেকেই বাস চলাচল সীমিত।

জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৩টায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ, মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে দুপুর ১২টায় সমাবেশ করবে গণফোরাম ও পিপলস পার্টি ও পুরানো পল্টন মোড়ে বিকাল ৪টায় সমাবেশ করবে লেবার পার্টি।

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top