অবরোধের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন
রায়হান রাজীব | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৩, ১৪:৩৫
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) রাজধানীর মুগদায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুগদা মেডিকেল কলেজের সামনে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাসের যাত্রী ছিল। বাসটি এসে হঠাৎ সড়কের উপর ব্রেক করে। বাস থেকে কয়েকজন যাত্রী বের হয়ে ভাঙচুর শুরু করে, পরে বাসের ভেতরে একজন আগুন ধরিয়ে পালিয়ে যায়।আগুনের ২/৩ মিনিট পরই ঘটনাস্থলের বিপরীতে বিপুল সংখ্যক পুলিশ দেখা যায়।
এদিকে, চট্টগ্রামের কর্ণফুলীতে চটগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ভেল্লা ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসটি যাত্রীশূন্য হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভোরে সাভারের বলিয়াপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিমি পরিবহন নামে একটি দূরপাল্লার বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। চারটি মোটরসাইকেলযোগে ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ হঠাৎ বাসটিতে আগুন দেয় বলে জনিয়েছেন স্থানীয়রা।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, সকাল ৬টা ১৫ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি ঢাকা-গাইবান্ধা রুটে চলাচল করত। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে মঙ্গলবার রাতে গাজীপুর শহরের তিতাস গ্যাস অফিসের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।