দ্বিতীয় দফা অবরোধের ৩০ ঘণ্টায় ১৮ যানবাহনে আগুন
রায়হান রাজীব | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩, ১৫:৫১
বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের ৩০ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ১৮টি যানবাহনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রবিবার (৫ নভেম্বর) ভোর ৪টা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। ঢাকা মহানগরে দশটি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) চারটি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) চারটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ১৩টি বাস, দুটি ট্রাক, একটি করে প্রাইভেটকার, সিএনজি ও লেগুনা পুড়েছে। এসব অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ও ২১৬ জন জনবল কাজ করে।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, রবিবার ভোর ৪টায় রাজধানীর ডেমরায় ও জুরাইনে, সকাল ৫টা ১৭ মিনিটে মিরপুর ৬, সাড়ে ৬টার দিকে গাজীপুরে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বেলা ১১টা ৫০ মিনিটে খাগড়াছড়ি সদরে ট্রাকে আগুন, ৩টা ৪২ মিনিটে মিরপুর বাংলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর মোড়ে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পরে সন্ধ্যা ৭টার দিকে মিরপুর ১২তে শিকড় পরিবহন বাসে আগুন, রাত সোয়া ১০টায় নীলক্ষেত মোড়ে প্রাইভেটকারে আগুন, সাড়ে ১০টায় চট্টগ্রামে বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ১১টায় হাজারীবাগে যাত্রীবাহী বাসে ও সাড়ে ১২টায় জুরাইনে বাংলাদেশ বিমানের স্টাফ বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
রবিবার দিবাগত রাত ২টা ১১ মিনিটে গাজীপুরে বাসে আগুন, সোমবার ভোর ৫টা ৫ মিনিটে চট্টগ্রামে বাসে আগুন, ৫টা ১৮ মিনিটে গাজীপুরের সফিপুরে বাসে আগুন, ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রামে সিএনজিতে আগুন এবং ৫টা ৪৮ মিনিটে বাংলাদেশ ব্যাংকের পাশে ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।