সংবাদ সম্মেলনে ইসি সচিব
পৌরসভায় শান্তিপূর্ণ ভোট হয়েছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২১, ০৮:৪৯
দেশের ৬০ পৌরসভায় শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সবার সহযোগিতার কারণে নির্বাচনে সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল।
তিনি বলেন, দ্বিতীয় ধাপের এ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। দুই-একটি জায়গায় একেবারে নগণ্য পর্যায়ে বলা চলে দুষ্কৃতিকারীরা ভোটে বিঘ্ন ঘটাতে চেয়েছিল। তবে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা নির্বাচনে পরিবেশ নষ্ট করার সুযোগ দেননি। '
মো. আলমগীর বলেন, কিছু সুযোগসন্ধানী দুষ্কৃতিকারী ভোট এলেই এমনটি করে।
পৌরসভা ভোটের দ্বিতীয় ধাপে কত শতাংশ ভোট পড়েছে সে প্রসঙ্গে ইসি সচিব বলেন, কোনো কেন্দ্রে ৮০ শতাংশ, কোনো কেন্দ্রে ৭০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।
তিনি আরও বলেন, এবারের পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশে ৬০টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম এবং ৩১টিতে ব্যালটের মাধ্যমে ভোট হয়েছে। তবে ইভিএমে ভোট পড়েছে বেশি।
পৌরসভা ভোটের দ্বিতীয় ধাপে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
নির্বাচন কমিশন প্রথমে ৬১টি পৌরসভার তফসিল ঘোষণা করলেও নীলফামারীর সৈয়দপুরের একজন মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।